আবু ধাবি: সদ্য বাবা হয়েছেন। এরই সঙ্গে পেশাদার জীবনেও সাফল্য পেলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন। ১০৭টি ম্যাচ খেলে ৪৭টি ক্যাচ নিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা এবি ডিভিলিয়ার্সের ৭৮টি ম্যাচে ৪৪টি ক্যাচ। রস টেলরও ৮৩টি ম্যাচে ৪৪টি ক্যাচ নিয়েছেন। সুরেশ রায়না ৭৮ ম্যাচে ৪২ এবং ডেভিড ওয়ার্নার ৭০ ম্যাচে ৪১টি ক্যাচ নিয়েছেন।


৩৭ বছর বয়সি শোয়েব এখনও যথেষ্ট ফিট। তিনি বেশিরভাগ সময়ই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন। দুরন্ত ফিল্ডিংয়ের মাধ্যমে দলকে ম্যাচ জিততে সাহায্য করেন শোয়েব। অফস্পিন বোলিং এবং ব্যাটিংয়ের মাধ্যমেও পাকিস্তান দলকে সাহায্য করেন শোয়েব।