পোর্ট এলিজাবেথ: ওয়ান্ডারার্সে চতুর্থ একদিনের ম্যাচ চলাকালীন মাঠে তাঁর উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন এক ভারতীয় সমর্থক। এমনই অভিযোগ করলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।


আগের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তাহির। তাঁর অভিযোগ, দ্বাদশ ব্যক্তি হিসেবে তিনি যখন বাউন্ডারির বাইরে সতীর্থদের ড্রিঙ্কস বহন করছিলেন, তখন এক ভারতীয় সমর্থক তাঁর উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য এবং কটূক্তি করেন।


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পর অভিযুক্ত দর্শকের সঙ্গে কোনও রকম ঝামেলায় না জড়িয়ে দলের ড্রেসিং রুমের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান তাহির।


সঙ্গে সঙ্গে ২ জন নিরাপত্তারক্ষী তাহিরকে সঙ্গে নিয়ে যান। ওই দর্শককে চিহ্নিত করা হয়। এরপর, নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে মাঠের বাইরে বের করে দেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।