ওয়াশিংটন: ভানেসা ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ। একটি চিঠি খুলতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই বমি বমি ভাব। শুধু ভানেসা নন, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত আরও দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, একটি চিঠি এসেছিল। সেই চিঠির মধ্যে থাকা পাউডার থেকেই অসুস্থ ট্রাম্পের পুত্রবধূ সহ আরও দুই ব্যক্তি। তবে এই পাউডার থেকে প্রাণনাশের কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, চিঠিটি আসে মেইলে। চিঠির ওপরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র লেখা ছিল। প্রসঙ্গত, ২০০১ সাল থেকে চিঠির সঙ্গে আসা এই অ্যানথ্র্যাক্স পাউডার সম্পর্কে সতর্ক করা হয় মার্কিন প্রশাসনকে। এর আগে মার্কিন মিডিয়া দফতর এবং প্রশাসনিক কর্তাদের কাছে এই রকম খামে মোড়া পাউডার আসে। যার ফলে মৃত্যু হয় পাঁচ জনের।
এবার যে তিনজন অসুস্থ হয়েছেন, তার মধ্যে রয়েছেন ভানেসা ট্রাম্পের মাও। যে প্যাকেজ থেকে এই বিপত্তি ঘটেছে, সেখানে বোস্টনের পোস্টমার্ক ছিল। তবে আপাতত ভেনেসা এবং অপর দুই ব্যক্তি সুস্থ থাকায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প জুনিয়র। কিন্তু যারা এধরনের কাজ করেছে, সেটা অত্যন্ত বিরক্তিকর বলে ক্ষোভ প্রকাশও করেন ট্রাম্প-পুত্র।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চিঠিতে পাউডার, খুলতেই অসুস্থ মার্কিন প্রেসিডেন্টের পুত্রবধূ, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2018 02:38 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -