অকল্যান্ড: ইমরান তাহিরের স্পিনের ওপর ভর করে নিউজিল্যান্ডকে একমাত্র টি-২০ ম্যাচে ৭৮ রানে হারিয়ে সিরিজের শুভ সূচনা করল দক্ষিণ আফ্রিকা।
এদিন অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তোলে প্রোটিয়ারা। জবাবে, পাঁচ ওভার বাকি থাকতেই মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায় কিউয়িরা।
এদিন দক্ষিণ আফ্রিকার জয়ে বড় অবদান ছিল তাহিরের। একাই দখল করেন পাঁচ উইকেট। স্বভাবতই ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। তাহির ছাড়াও ভাল বল করেছেমন তরুণ তুর্কি আন্দিলে ফেলুকোয়েও। তিনটি উইকেট দখল করেছেন তিনি। ব্যাট হাতে সফল হন হাসিম আমলা।
অন্যদিকে, নিজেদের পারফরম্যান্সে হতাশ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি জানান, এই হারের থেকে শিক্ষা নিয়ে আগামী পাঁচটি একদিনের ম্যাচ ও তিন টেস্টে তাঁর দলকে আরও ভাল ফল করতে হবে।