ভিডিওটি ইউটিউবে ২০১৫-র ১৫ মে পোস্ট করা হয়েছিল। ‘গুড মর্নিং জিন্দেগি’ নামে ওই টেলিভিশন অনুষ্ঠানের অতিথি ছিলেন সাবা। অনুষ্ঠানের হোস্ট তাঁকে সলমন খান, হৃত্বিক রোশন, ইমরান হাসমি ও রণবীর কাপূরদের মতো বলিউড তারকাদের ছবি দেখান এবং এই অভিনেতাদের সঙ্গে সিনেমায় অভিনয়ের প্রস্তাব যদি খারিজ করেন, তাহলে কি কারণে তিনি তা করবেন, তা জানাতে বলা হয়।
প্রথম ছবিটি ছিল হৃত্বিকের। সাবা বলেন, উনি তো দুই সন্তানের বাবা। দ্বিতীয় ছবি ইমরান হাসমির। সাবার উত্তর ছিল- ‘আমি মুখের ক্যানসার চাই না’।
রীতেশ দেশমুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব খারিজ করতে গিয়ে তিনি বলেন, আমি পাকিস্তানের প্রথম শ্রেণীর অভিনেত্রী। তাই ভারতেরও প্রথম শ্রেণীর অভিনেতাদের সঙ্গেই কাজ করতে চাই।
সলমনের ছবি দেখে সাবা বলেন, ‘আরে, উনি তো খুবই তুচ্ছ, নাচতে পর্যন্ত জানেন না।
এর আগে রঈস অভিনেত্রী মাহিরা খানের একটি ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিওতে মাহিরাকে বলতে শোনা গিয়েছিল, আপনাদের ভারত থেকে অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন নেই। একেবারেই নয়। আমরা বলিউড নই।
পাক ড্রামা দস্তান-এর সৌজন্যে সাবা কামার ভারতে পরিচিত মুখ। ওয়াক্ত নে কিয়া ক্যায়া হাসিন সিতম নামে জিন্দেগি চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল সাবার প্রথম বলিউড ছবি হিন্দি মিডিয়াম আগামী ১২ মে মুক্তি পাবে।