নয়াদিল্লি: ফের বিতর্কে ভারতীয় অলিম্পিক সংস্থা৷ মঙ্গলবার আইওএ-র বার্ষিক সাধারণ সভার বৈঠকে সিদ্ধান্ত, সাম্মানিক আজীবন সভাপতি পদে আনা হল বিতর্কিত সুরেশ কলমডিকে৷ শুধু কলমডিই নন, আরেক বিতর্কিত অভয় সিংহ চৌথালাকেও করা হয়েছে আইওএ-র আজীবন সভাপতি৷ যা নিয়ে শুরু জোর বিতর্ক৷ গত ২০১০ সালে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে নাম জড়ায় কলমডির৷ তখন আইওএ সভাপতি ছিলেন সুরেশ কলমডি৷ শুধু তাই নয়, কমনওয়েলথ গেমসের চেয়ারম্যান ছিলেন তিনিই৷ আর্থিক অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগে ২০১১ সালে কলমডিকে গ্রেফতার করে সিবিআই৷ সিবিআইয়ের চার্জশিটে নামও ছিল প্রাক্তন আইওএ সভাপতির৷ ঘটনার জেরে অলিম্পিক সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয় কলমডিকে৷ ১০ মাস জেল খাটেন এই ক্রীড়াপ্রশাসক৷ তাঁকেই আবার ফিরিয়ে আনায় আইওএ-র ভূমিকা প্রশ্নের মুখে৷ শুধু কলমডিই নন, আজীবন সভাপতি করা হয়েছে আরেক বিতর্কিত কর্তা অভয় সিংহ চৌথালাকে৷ যাঁর বিরুদ্ধেও অভিযোগ ছিল আর্থিক বেনিয়মের৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক৷ ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন আইওএর কাছ থেকে৷ আইওএ সূত্রের খবর, প্রাক্তন সব সভাপতিকেই এই সাম্মানিক সভাপতি পদ দেওয়া হয়েছে৷ তবে এই সিদ্ধান্তের পর ফের ভারতীয় খেলাধূলায় শুরু নতুন বিতর্কের৷
ভারতীয় অলিম্পিক সংস্থার সাম্মানিক আজীবন সভাপতি নিযুক্ত ‘বিতর্কিত’ সুরেশ কলমডি
Web Desk, ABP Ananda
Updated at:
27 Dec 2016 10:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -