IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ব্য়াক আপ প্লেয়ার শাহরুখ, শ্রীনিবাসন

IND vs WI: শাহরুখ আইপিএলে (ipl) পঞ্জাব কিংসের (punjab kings) হয়েও খেলেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শাহরুখের ঝোড়ো ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

Continues below advertisement

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দলের স্ট্যান্ড আপ প্লেয়ার হলেন শাহরুখ খান (sharukh khan) ও রবি শ্রীনিবাস সাই কিশোর। তামিলনাড়ুর (tamilnadu) হয়ে ২ জনেই ঘরোয়া ক্রিকেট খেলেন। শাহরুখ আইপিএলে (ipl) পঞ্জাব কিংসের (punjab kings) হয়েও খেলেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শাহরুখের ঝোড়ো ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অন্যদিকে বাঁহাতি স্পিনার সাই কিশোর। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিলনাড়ুর জয়ের পেছনে বিশাল বড় অবদান ছিল ২ ক্রিকেটারেরই। তাই এবার ভারতীয় দলের ব্যাক আপ হিসেবেও ডাক পেয়ে গেলেন তাঁরা। বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ৬ ম্যাচের সীমিত ওভারের সিরিজে মূল দলের কেউ করোনা আক্রান্ত হন তবে এই ২ জনকে দলে নেওয়া হতে পারে। 

Continues below advertisement

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। ৩ ম্যাচের সিরিজ হতে চলেছে। এরপর রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সাই কিশোরের জন্য এটা দ্বিতীয় সুযোগ ভারতীয় দলে। কারণ, শ্রীলঙ্কা সফরেও গত বছর ভারতের নেট বোলার হিসেবে গিয়েছিলেন কিশোর। তবে শাহরুখের জন্য এই প্রথম সুযোগ। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন শাহরুখ। সেই ম্য়াচে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন কিশোরও। কর্ণাটকের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালেও শাহরুখ ৩৯ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন। এমনকী ফাইনালে হিমাচলপ্রদেশের বিরুদ্ধেও ২১ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। 

যদিও ভারতীয় দলে এই মুহূর্তে অনেকেই রয়েছেন, যাঁরা এখনও একাদশে সেভাবে সুযোগ পাচ্ছেন না। সেক্ষেত্রে প্রথম একাদশে হয়ত এখনই সুযোগ মিলবে না শাহরুখের। কিন্তু কেউ বিশ্রামে থাকলে হয়ত সেই সুযোগ চলে আসতেই পারে। খুব তাড়াতাড়িই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন ২ ক্রিকেটারই।

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola