চেন্নাই: হতাশাজনক পরাজয় দিয়ে এ বছরের প্রো কবাডি লিগ শুরু করল গতবারের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস। গতকাল উদ্বোধনী ম্যাচে তামিল থালাইভাস ৪২-২৬ ফলে হারিয়ে দিয়েছে তাদের। সন্ধেয় ইউ মুম্বা ও পুনেরি পল্টনের ম্যাচটি ৩২-৩২-এ শেষ হয়।

তামিল থালাইভাসদের নেতৃত্ব দেন অধিনায়ক অজয় ঠাকুর। একাই ১৪ পয়েন্ট করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান তিনি। পটনা মার খায় ডিফেন্সে, মাত্র দুটি ট্যাকল পয়েন্ট স্কোর করতে পারে তারা। প্রদীপ নারওয়াল ১১ পয়েন্ট পান কিন্তু হার বাঁচাতে তা যথেষ্ট ছিল না। পটনা পাইরেটসের দুর্বল ডিফেন্স তামিল খেলোয়াড়দের রুখতে পারেনি।

অজয় ঠাকুরের হাত ধরে খেলার ৩ মিনিটে রেড পয়েন্ট পায় থালাইভাস, প্রদীপ নারওয়ালকে আউট করে তারা ২-০ এগিয়ে যায়। মনজিৎ রেড পয়েন্ট পাওয়ায় খাতা খোলে পাইরেটস। কিন্তু তাদের ডিফেন্সের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে পরপর পয়েন্ট তুলতে থাকে থালাইভাস। ৭ মিনিট পর পটনা পাইরেটসের কোর্টে থেকে যান মাত্র দুজন খেলোয়াড়, থালাইভাস এগিয়ে যায় ৬-১ পয়েন্টে। ১০-২ পয়েন্টে তারা এগিয়ে থাকার সময় পাইরেটসের প্রদীপ নারওয়াল ২ রেড পয়েন্ট পান।

কিন্তু ১২ মিনিটের মাথায় তামিল থালাইভাস খেলোয়াড় সুরজিৎ সিংহ দলকে ১৪-৫-এ এগিয়ে দেন। ১৮তম মিনিটে থালাইভাস এগিয়ে যায় ২৩-৮ পয়েন্টে। পটনা পাইরেটসের ডিফেন্স প্রথমার্ধ্বে একটাও ট্যাকল পয়েন্ট স্কোর করতে পারেনি। প্রথমার্ধ্ব শেষ হয় ১৮ পয়েন্টের ব্যবধানে, ২৬-৮-এ এগিয়ে থাকে তামিল টিমটি।

অজয় ঠাকুর অসামান্য খেলে ২৩তম মিনিটে দলকে এগিয়ে দেল ৩২-৮-এ। ২৫তম মিনিটে পটনা পাইরেটস স্কোর করে তাদের প্রথম ট্যাকল পয়েন্ট কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ৪০তম মিনিটে অল আউট গিয়ে তারা কিছু পয়েন্ট পায় ঠিকই কিন্তু থালাইভাসের সঙ্গে তাদের তফাত এতটাই বেশি যে কিছু করার ছিল না।

আজ তামিল থালাইভাস খেলবে ইউপি যোদ্ধাদের বিরুদ্ধে।