শাহরুখ পত্নী আগে মডেল ছিলেন, পরে ইন্টিরিয়র ডিজাইনিংয়ে চলে আসেন। বিজনেস-ইন্ডিয়ার সেরা ৫০ সর্বাধিক ক্ষমতাশালী মহিলার তালিকায় নাম উঠেছে তাঁর। শাহরুখের ম্যায় হুঁ না, ওম শান্তি ওম, মাই নেম ইজ খান-এর মত বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন তিনি। আজ শাহরুখ পত্নীর জন্মদিন, পালন করলেন এসআরকে ও আবরামের সঙ্গে
ABP Ananda, Web Desk | 08 Oct 2018 08:37 AM (IST)
মুম্বই: আজ ৪৮-এ পা দিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। স্বামী ও ছোট ছেলে আবরামের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। গৌরী লিখেছেন, উইথ হাফ অফ মাই বেটার হাভস অন মাই বার্থডে... দ্য আদার হাভস ইন স্কুল! দেখুন গৌরীর পোস্ট