ঢাকা: দুজনই চোটে ভুগছিলেন। অবশেষে আশ্বস্ত হতে পারেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। নতুন বছরে ফিরতে চলেছেন তামিম ইকবাল (Tamin Iqbal) ও মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)।


জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তামিম। তার আগে সোমবার থেকে নেটে ব্যাটিং শুরু করে দিলেন তামিম। আঙুলের চোটে দু মাস ধরে মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক তামিম। আশার কথা, চোট সারিয়ে তাঁর মাঠে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এই বাঁহাতি ওপেনার।


সোমবার দুপুরে মীরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামের ইন্ডোরে অনুশীলন করেন তামিম। প্রথম দিন শুধু থ্রো ডাউন ও স্পিনের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি। আপাতত কিছুদিন খেলবেন কেবল স্পিন। পেসারদের মুখোমুখি হবেন কিছুদিন পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগে থেকেই ঠিক ছিল যে, ২০ ডিসেম্বর থেকে ও ব্যাটিংটা শুরু করবে। সেটাই করেছে। তবে জোরে বোলিংয়ের বিপক্ষে খেলেনি। স্লো বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছে।’


অক্টোবরের শুরুতে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের খেলার সময় বাঁ হাতে বুড়ো আঙুলে আঘাত পান তামিম। তার আগে হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন বেশ কিছু দিন। নভেম্বরে একবার ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন তামিম। তবে পেস বোলিং খেলতে গেলে ব্যথা অনুভব করছিলেন। তাই আবার স্ক্যান করান। যেখানে তাঁর বাঁ হাতে নতুন চিড় ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন তামিম। চিকিৎসকদের পরামর্শ মেনে এখন পুরো সুস্থতার পথে তামিম। তৈরি হচ্ছেন মাঠে ফেরার জন্য।


৫০ ওভারের বিসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা তামিমের। ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সাইড স্ট্রেইন হয়েছিল পেসার মুস্তাফিজুর রহমানের। দুজনেরই এবার ২২ গজে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। বিসিএল দিয়েই ফেরার কথা ভাবছেন মুস্তাফিজুর রহমানও।


কিছুদিন বিশ্রামে থেকে মুস্তাফিজুরও অনুশীলনে ফিরেছেন। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী সাংবাদিকদের বলেন, 'মুস্তাফিজ ৫০ ভাগ সক্ষমতা দিয়ে বোলিং করেছে। শর্ট রান আপ, গতি কম দিচ্ছে। এরপর জিম সেশন করবে। আপাতত বোলিংয়ের সময় ব্যথা পাচ্ছে না। আশা করছি দ্রুত মাঠে ফিরবে ও।'