অকল্যান্ড: বর্তমানে ভারতীয় দল ও বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্বের সেরা ডেথ বোলার বলে উল্লেখ করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর তিনি বলেছেন, ‘বুমরাহ দীর্ঘদিন ধরেই ভাল পারফরম্যান্স দেখিয়ে আসছে। বর্তমানে ও বিশ্বের সেরা ডেথ বোলার। ওর বলে অতিরিক্ত গতি আছে। একইসঙ্গে ও ভাল স্লোয়ার বল করতে পারে। ওর বল খেলা আমাদের দ্রুত শিখে নিতে হবে।’


গতকালের ম্যাচে একসময় মনে হচ্ছিল নিউজিল্যান্ডের স্কোর ২২০ পেরিয়ে যাবে। তবে বুমরাহ শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে কিউয়িদের স্কোর ২০৩-এ বেঁধে দেন। এরপর লোকেশ রাহুল ও শ্রেয়স আয়ারের অসাধারণ ইনিংসের সুবাদে সহজ জয় পায় ভারত।

ম্যাচের পর টেলর বলেছেন, ‘ইডেন পার্কের পিচে কত রান করলে জেতা যায়, সেটা বলা কঠিন। আমাদের ইনিংসের শেষ তিন ওভারে ভারতীয় দল দারুণ বোলিং করেছে। আশা করি রবিবার দ্বিতীয় ম্যাচে আমরা এ কথা মাথায় রাখব। আমার মনে হয়, আমাদের আরও ১০-১৫ রান করা উচিত ছিল। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে দু’টি উইকেট হারাই। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। তবে বিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে। ভারতীয় দল দুর্দান্ত। পরের ম্যাচে আমরা কীভাবে আক্রমণ করব, সেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।’