দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখল ভারত। বিরাট কোহলির দলের সংগ্রহ ১১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১১। ভারতীয় দলের পাশপাশি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন। তাঁর পয়েন্ট ৯০০।


নিউজিল্যান্ডকে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ৩-০ হারিয়েছে ভারত। এরফলেই শীর্ষস্থান ধরে রেখেছে বিরাট কোহলির দল। ভারত এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। এক নম্বরে থাকতে গেলে সেই সিরিজেও জয় পেতে হবে কোহলিদের।

অশ্বিন দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটশিকারী হয়েছেন। সেই কারণেই তিনি বোলারদের মধ্যে শীর্ষে আছেন। ৮৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ডেল স্টেইন। তৃতীয় স্থানে জেমস অ্যান্ডারসন। সাত নম্বরে রবীন্দ্র জাডেজা।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভাল র‌্যাঙ্কিং অজিঙ্ক রাহানের। তিনি ৮২৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। চেতেশ্বর পূজারা ও কোহলি যথাক্রমে ১৫ ও ১৭ নম্বরে আছেন।