আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত কোহলিরা। সেখান থেকেই একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তাঁরা। কোহলি সেই ভিডিওতে প্রিয়মদের উদ্দেশে বলেছেন, ‘কাল তোমাদের বড় ম্যাচ। তার আগে অনেক শুভেচ্ছা রইল।’ বিরাট নিজে অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন। তাঁর শুভেচ্ছাবার্তা জাতীয় যুব দলের ক্রিকেটারদের জন্য তাই আলাদা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জাতীয় জুনিয়র দলকে উৎসাহ দিয়েছেন বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রীও। ভিডিওতে বলেছেন, ‘শেষের জন্য সেরাটা তুলে রাখ। অনেক শুভেচ্ছা রইল।’
প্রিয়ম গর্গ-যশস্বী জয়সবালদের উদ্বুদ্ধ করেছেন কেদার যাদব, মায়াঙ্ক অগ্রবালরাও। পরে সেই ভিডিও ভারতীয় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।