হ্যামিলটন: নিউজিল্যান্ড বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে হারের দিনই ভারতীয় ক্রিকেটারদের জন্য আরও একটি খারাপ খবর। এদিন মন্থর ওভার রেটের জন্য বিরাট কোহলিদের ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করা হল। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, ‘আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার শেষ করতে না পারলে সংশ্লিষ্ট দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়। এদিন ভারতীয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে চার ওভার কম বোলিং করে। সেই কারণেই ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি তাঁদের দোষ মেনে নিয়েছেন।’
এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার ছিলেন শন হেগ ও ল্যাংটন রাসের। তৃতীয় আম্পায়ার ছিলেন ব্রুস অক্সেনফোর্ড। চতুর্থ রেফারি ছিলেন ক্রিস ব্রাউন। তাঁরা একত্রে জানান, ভারতীয় দল নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে পারেনি। এরপরেই আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বিরাটদের জরিমানার কথা ঘোষণা করা হয়। এর আগে টি-২০ সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচেও মন্থর ওভার রেটের জন্য ভারতীয় দলের ম্যাচ ফি-র যথাক্রমে ৪০ শতাংশ ও ২০ শতাংশ জরিমানা করা হয়। আজ ফের জরিমানা হল।
মন্থর ওভার রেট, কাটা গেল বিরাটদের ম্যাচ ফি-র ৮০%
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 08:24 PM (IST)
এর আগে টি-২০ সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচেও মন্থর ওভার রেটের জন্য ভারতীয় দলের ম্যাচ ফি-র যথাক্রমে ৪০ শতাংশ ও ২০ শতাংশ জরিমানা করা হয়।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -