কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির পতন দেখার অপেক্ষায় বসে রয়েছেন কিছু ঈর্ষাণ্বিত লোকজন। তাঁরা চান ধোনির কয়েকটি খারাপ দিন আসুক। কারণ তাঁরা ধোনির আন্তর্জাতিক কেরিয়ার খতম হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়ে কোচ বলেছেন, ধোনি আদ্যন্ত টিমম্যান। একটি সাক্ষাত্কারে বলেছেন, ‘মনে হচ্ছে, আশেপাশে অনেক ঈর্ষান্বিত লোকজন ঘোরাফেরা করছে। যারা শুধু ধোনির পতনই দেখতে চায়। এরা অপেক্ষায় আছে, কবে ধোনির দু’টো-একটা খারাপ দিন যাবে।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগরকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলেন, টি ২০ দলে আর ধোনিকে খেলানোর মানে হয় না। তাঁর জায়গায় তরুণ কাউকে সুযোগ দেওয়া উচিত।
ধোনির এ ধরনের সমালোচনায় আগেই ক্ষোভ ব্যক্ত করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার কোচ বলেছেন, ভারতীয় দল জানে ধোনির মূল্য কী। মাহির সমালোচনায় দলের মনোভাবে কোনও ফারাক পড়বে না। শাস্ত্রী বলেছেন, এ ধরনের সমালোচনার আমার কাছে কোনও মূল্য নেই। আমরা ভালোমতোই জানি, দলে ধোনির অবস্থান ঠিক কোথায়। ও আদ্যন্ত টিমম্যান। ও দুর্দান্ত নেতা এবং এখন একজন টিমম্যানও।
দলে ধোনির ভূমিকা নিয়ে প্রাক্তন ক্রিকেটার ও সমালোচকদের প্রশ্ন তোলা নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘কিছুদিন আগেও আমি টিভি-তে বসেছি। আমাকেও প্রশ্ন করা হতো, । শো চালাতে ওই প্রশ্নের উত্তরও দিতে হত!’
শাস্ত্রী বলেছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি সুপারস্টার। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের এক জন। ধোনি কিংবদন্তি। টেলিভিশন শো-তে আলোচনার জন্য তাই দারুণ একটা টপিক।’
সমালোচকদের বক্তব্যের জবাবে শাস্ত্রী বলেছেন, ‘গত এক বছরে ধোনির একদিনের ক্রিকেটে গড় ৬৫। ও শ্রীলঙ্কায় ও দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।এত তাড়াতাড়ি এ সব ভুলে গেলে চলবে না’।
ধোনি সুপারস্টার,ঈর্ষাণ্বিতরা ওর পতন দেখতে চায়, সমালোচনার জবাবে শাস্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 03:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -