মুম্বই: শ্রীলঙ্কা (India vs Srilanka) সফরের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল (Indian Cricket Team)। দ্বীপরাষ্ট্রে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মত তারকারা টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বকাপ জয়ের পরই। তাই একেবারে নতুন দল, নতুন মুখ নিয়ে লঙ্কা সফরে পাড়ি দিল টিম ইন্ডিয়া। সঙ্গে নতুন কোচ হিসেবে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। এদিনই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নিজের ও দলের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার করে দেন ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার। 


এদিন গম্ভীরের সাংবাদিক বৈঠকের পরই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয় ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। রোহিত পরবর্তী জামানায় সূর্যকেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ভাবছে বিসিসিআই। তাই এই সফর দিয়েই অধিনায়ক সূর্যর পাকাপাকি পথ চলা শুরু এমনটা বলাই যায়। তবে রোহিত শর্মাই থাকছেন ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে। আগামী ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি। তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্য়াচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। বাকি দুটো টি-টোয়েনটি হবে ২৮ জুলাই ও ৩০ জুলাই। আপাতত তাই টি-টোয়েন্টি সিরিজের দলই শ্রীলঙ্কা উড়ে গেল। রোহিত, বিরাট যাঁরা ওয়ান ডে শিবিরে রয়েছে, তাঁরা পরে দ্বীপরাষ্ট্রে পাড়ি দেবেন।


এদিকে, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর নিজের প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীর। তিনি বলেন, 'আমি একটা ভীষণ ভীষণ সফল দলের দায়িত্ব নিচ্ছি। যারা টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার আপ। ওয়ান ডে বিশ্বকাপে রানার্স। এমন নয় যে, এই দল সফল নয়। আমার সঙ্গে বোর্ড সচিব জয় শাহর খুব ভাল সম্পর্ক আর আমরা চাই বিভিন্ন বিষয়ে জল্পনা সরিয়ে খুব ভাল কাজ হোক। এবং তার জন্য কয়েকটা ব্যাপার সংবাদমাধ্যমের কাছেও স্পষ্ট করে দেওয়া দরকার। গৌতম গম্ভীরের উন্নতি জরুরি নয়, বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটের উন্নতি।'


কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাতে হবে গম্ভীরকে। যে দ্রাবিড়ের প্রশিক্ষণে টি-২০ বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। গম্ভীরও স্বীকার করে নিয়েছেন, 'বিরাট বড় দায়িত্ব নিতে হচ্ছে আমাকে।'