মোহালি: সামনে অপেক্ষা করে রয়েছে কঠিন পরীক্ষা। সামলাতে হবে গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের (Ind vs Aus)। অস্ট্রেলীয় ক্রিকেটারেরা আবার মোহালিতে পৌঁছে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।


শনিবার বিভিন্ন ভাগে ভারতীয় দলও পৌঁছে গেল মোহালিতে। সকালের দিকে শহরে আসেন জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, দীনেশ কার্তিক, আর অশ্বিনরা। সন্ধ্যার দিক থেকে একে একে ঢোকেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। রবিবার থেকেই প্র্যাক্টিসে নেমে পড়ার কথা ভারতীয় ক্রিকেটারদের।


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। আর সেই কারণেই এই সিরিজে ভাল ফল করতে মরিয়া দুই দলই।


 






প্রস্তুতি শুরু অজিদের


কীরকম মরিয়া? একটা ঘটনা থেকেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার রাতে মোহালিতে পৌঁছেছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। দীর্ঘ যাত্রার ধকল সামলে শনিবারই প্রস্তুতিতে নেমে পড়লেন অজি ক্রিকেটারেরা। অ্যারন ফিঞ্চ থেকে শুরু করে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল থেকে প্যাট কামিন্স, সকলেই অনুশীলনে নিজেদের উজাড় করে দিলেন। নেটে দেদার স্কুপ মারলেন ম্যাক্সওয়েল। এমনকী, ধ্রুপদী ঘরানার ব্যাটার হিসাবে পরিচিত স্মিথও মারলেন স্কুপ।


২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই ভারতে এসে সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিংয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন ফিঞ্চরা। ভারতের উইকেট এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। অজি ক্রিকেটারদের অনুশীলনের ছবি পঞ্জাব ক্রিকেট সংস্থা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।


আরও পড়ুন: রাতের আকাশে মায়াবী আলোর খেলা, ইডেনে দর্শকদের জন্য হাজির চোখধাঁধানো লেজার শো