মুম্বই: বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কে সামলাবেন এখন সেই দায়িত্ব টা নিয়েই বিস্তর আলোচনা চলছে। রোহিত শর্মা (virat kohli) প্রাথমিকভাবে ভাবা হলেও এখন খুব বেশি করে সেই দৌড়ে ঢুকে পড়েছেন কে এল রাহুলও (kl rahul)। জোহানেসবার্গ টেস্টে রাহুল দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচে ভারত হেরে যায়। তবে বোর্ডের অন্দরমহলের খবর রাহুলের ক্যাপ্টেন্সি নাকি পছন্দ হয়েছে সবার। তবে যুবরাজ সিংহ মনে করেন যে দলের পরবর্তী অধিনায়ক হিসেবে সবচেয়ে আগে পন্থকে ভাবা উচিত টেস্ট ফর্ম্যাটে। 


সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ''নিঃসন্দেহে পন্থকে ভাবা উচিত ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে। উইকেটের পেছন থেকে দুর্দান্ত ম্যাচ রিড করতে পারে ও।'' শুধু প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারই নয়, পন্থের সমর্থনে গলা ফাটিয়েছেন সুনীল গাওস্করও।


এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেছিলেন, ''আগামী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে একটা তর্ক চলতেই পারে নির্বাচক কমিটিতে। আমার মনে হয় এমন একজনকেই করা উচিত যে তিন ফর্ম্যাটেই অটোমেটিক চয়েস। সেক্ষেত্রে আমার ভোট পন্থের দিকেই যাবে। আমি এখনও মনে করি যে পন্থই আগামী টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার।'' উদাহরণ হিসেবে গাওস্কর আরও বলেন, ''মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রিকি পন্টিং সরে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিতকে। দেখতে পেয়েছিলাম ব্যাটিংয়েও কতটা উন্নতি করেছিল ও। ৩০,৪০, ৫০, ১০০ রানের গতি বেড়েছে। পন্থ এই মুহূর্তে আইপিএলে দিল্লির অধিনায়ক। জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেলে ফর্মও দুর্দান্ত হবে। আরও বেশি রান আসবে ওর ব্যাটে, যেমন নিউল্যান্ডসে এসেছিল।''


পাশাপাশি বোর্ডের শীর্ষকর্তা বলছেন, টেস্ট দলের ক্যাপ্টেন নির্ধারণ করতে বসে বয়সও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রোহিত শর্মা এখন ৩৪। কে এল রাহুল ২৯। টেস্ট দলে দীর্ঘমেয়াদি অধিনায়কের কথা ভাবলে রাহুল তাই এগিয়ে থাকবেন। আবার পন্থও ঢুকে যেতে পারেন দৌড়ে।