কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে দলেও রাখা হল সূর্যকুমার যাদবকে। বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে দলে নেওয়া হয়েছে ক্রুণাল পাণ্ড্যকে। তবে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। বিয়ের জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন। টি-টোয়েন্টি সিরিজে দলে নেই। ওয়ান ডে সিরিজেও তাঁকে রাখা হল না।
দলে বাংলার কেউ নেই। মহম্মদ শামিকে ওয়ান ডে-র দলে রাখা হয়নি। বিরাট কোহলির নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে ১৮ সদস্যের দল। দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। গত আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার। এক সময় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন সূর্য। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে সুযোগ পেলেও ব্যাট করার সুযোগ হয়নি। তৃতীয় ম্যাচে সূর্যকুমারকে বাদ দিয়েই খেলানো হয় রোহিত শর্মাকে। যা নিয়ে বিতর্কও হয়। প্রশ্ন তোলা হয়, কীভাবে ব্যাট করার সুযোগ না পাওয়া সত্ত্বেও একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে সিরিজের চতুর্থ ম্যাচে দলে ফেরেন সূর্য। আর ফিরেই ৩৭ বলে ৫১ রান করে দলকে ম্যাচ জেতান। আমদাবাদে বৃহস্পতিবার ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এবার ভাল পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ তাঁকে ওয়ান ডে-র দলেও রাখা হয়েছে।
পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা প্রসিদ্ধ কৃষ্ণকে নেওয়া হয়েছে ওয়ান ডে দলে। কর্নাটকের পেসার ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন। দলে দুজন রয়েছেন উইকেটকিপার হিসাবে। ঋষভ পন্থ ও কে এল রাহুল।
পুরো দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।