মুম্বই: পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর থেকেই ভক্তদের প্রশ্ন ছিল, কবে মাঠে ফিরবেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)?


আমদাবাদের পেসারকে নিয়ে ধোঁয়াশা বাড়িয়ে দিলেন নির্বাচকেরা। পাশাপাশি এটাও ঠিক হয়ে গেল যে, চলতি বছরে আর মাঠে ফেরা হচ্ছে না বুমরার।


সোমবার নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরে চারটি সিরিজের জন্য আলাদা আলাদা দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। তার কোনও দলেই নেই বুমরা। ডিসেম্বরে বাংলাদেশ সফরে যাবে ভারত। যে সফরে বুমরার না থাকার অর্থ তিনি এ বছর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামবেন না।


প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন বুমরা। তিনি বলেছেন, 'ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও আমরা লক্ষ্য রাখছি। বিশ্বকাপে ওকে পাওয়ার জন্য তাড়াহুড়ো করেছিলাম। তার ফল কী হল দেখতেই পেলাম। ও বিশ্বকাপ থেকেই ছিটকে গেল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আমাদের মেডিক্যাল টিম ওর তত্ত্বাবধান করছে। দ্রুত দলে ফিরবে ও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে তো বটেই। তবে বাংলাদেশ সফরে ওকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইনি।'


জাডেজার প্রত্যাবর্তন


তিনি এশিয়া কাপের (Asia Cup) দলে ছিলেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন রহস্যজনকভাবে তাঁর হাঁটুতে চোট লাগে। অনেকে বলেছিলেন, ওয়াটার স্পোর্টসে নেমে তাঁর হাঁটুতে চোট লেগেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছিল যে, রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার।


অবশেষে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। জাতীয় দলে ফিরলেন জাডেজা। তবে এখনই মাঠে নামছেন না তিনি। ডিসেম্বরে বাংলাদেশ সফরে যাবেন জাডেজা। তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছে। সোমবারই যা ঘোষণা করলেন প্রধান নির্বাচক চেতন শর্মা।


অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ঠিক পাঁচদিন পরে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। দলে নেই দীনেশ কার্তিক। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। সেই সঙ্গে দলে রাখা হয়েছে স্পিডস্টার উমরন মালিককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও যাঁকে রাখার জোরাল দাবি উঠেছিল।

 

টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। সেই দলে রয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যাঁর ওয়ান ডে অভিষেক হয়েছিল। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই দলেই রাখা হয়েছে শুভমন গিলকে।