নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ফের উদ্বেগে ভারতীয় শিবির। সূত্রের খবর, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) চোটের জন্য গোটা ওয়ান ডে সিরিজে নাও খেলতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার। ভারতীয় শিবিরের খবর, সেই ম্যাচে অনিশ্চিত জাডেজা। তাঁর হাঁটুতে চোট রয়েছে বলে ভারতীয় দলের অসমর্থিত একটি সূত্র থেকে জানা গিয়েছে। সেই সঙ্গে এও জানা যাচ্ছে যে, গোটা ওয়ান ডে সিরিজেই বিশ্রাম দেওয়া হতে পারে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে।
গত বছর এই সময়েই শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফের জাতীয় দলের অধিনায়ক হিসাবে একটি পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামতে চলেছেন শিখর ধবন (Shikhar Dhawan)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs WI)। যে সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির বাঁহাতি ক্রিকেটার।
আর সিরিজ শুরুর আগে ধবন বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন দলের তরুণরা। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। যে ভিডিওতে ধবন বলেছেন, 'আমরা এই সফর উপভোগ করব। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তবে আমি মনে করি ছেলেরা ভালভাবে তৈরি হয়ে গিয়েছে। ওরা শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে তাই নয়, প্রস্তুতিও সেরে রেখেছে।'
এদিকে, চোট সারিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরার কথা ছিল তাঁর। টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তার আগেই বড় ধাক্কা। করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল (KL Rahul)।
আরও পড়ুন: ক্যারিবিয়ান পরীক্ষার জন্য তৈরি দল, তুরুপের তাস তরুণরা, জানালেন আত্মবিশ্বাসী ধবন