নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বেঙ্গালুরুতে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ভারতীয় ক্রিকেটাররা। ৫ বা ৬ জানুয়ারি থেকে এই শিবির শুরু হবে বলে বিসিসিআই সূত্রে খবর। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির।
ভারতীয় দল দীর্ঘদিন একদিনের ম্যাচ খেলেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের আগে সব ক্রিকেটারের ফিটনেস লেভেল দেখে নিতে চাইছেন কোচ অনিল কুম্বলে। তাছাড়া একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি দীর্ঘদিন পরে দলে ফিরছেন। সেই কারণে নতুন করে দল গুছিয়ে নেওয়াও কুম্বলের লক্ষ্য।
আরও পড়ুন, বড়দিনে বিরাটদের ম্যানিকুইন চ্যালেঞ্জ
ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে। তারপর দু দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, টানা খেলে চলা ক্রিকেটারদের ক্লান্তির কথা মাথায় রেখেও মূলত ধোনি যাতে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন তার জন্যই এই শিবির আয়োজন করা হচ্ছে।
একদিনের সিরিজের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি। বেশ কয়েকজন ক্রিকেটার চোট-আঘাতের ফলে দলের বাইরে। প্রত্যেকের ফিটনেসের উপর নজর রয়েছে কুম্বলের। চোট পাওয়া দুই ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও হার্দিক পান্ডিয়ার ফিটনেসের অবস্থা খতিয়ে দেখার জন্য তাঁদের এই শিবিরে ডাকা হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহে একদিনের সিরিজের দল ঘোষণা হবে।
বেঙ্গালুরুতে ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প
Web Desk, ABP Ananda
Updated at:
26 Dec 2016 11:28 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -