মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় দলকে। মুম্বইয়ে (mumbai) ৩ দিনের কোয়ারেন্টিনে (quarantine) থাকতে হবে বিরাট কোহলি (virat kohli), রোহিত শর্মাকে (rohit sharma)। আগামী ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার (south africa) বিমান ধরবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে রবিবার মুম্বইয়ে একত্রিত হয়েছে গোটা টিম। ভারতীয় দল ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে এবং তৃতীয় ও শেষ টেস্ট ১১ জানুয়ারি থেকে শুরু হবে।
সূত্রের খবর, ভারতীয় দলের সদস্যরা মুম্বই বিমানবন্দরের সামনে এক ফাইভ স্টার হোটেলে রয়েছেন। তবে জৈব সুরক্ষ বলয়ে ঢোকার আগে অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রোহিত শর্মা, কে এল রাহুল, শার্দুল ঠাকুর সহ কয়েকজন ক্রিকেটার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে পারশ মাম্বরের তত্ত্বাবধানে মিনি ক্যাম্পে অংশ নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তের ওমিক্রনের প্রভাব ক্রমশই বেড়ে চলেছে। কোভিড আক্রান্ত হয়েছেন সেদেশের রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতেই সেদেশে খেলতে যাচ্ছে ভারতীয় দল। তবে দক্ষিণ আফ্রিকাতেও দলটি কোয়ারেন্টিনে থাকবে এবং বায়ো-বাবলেই অনুশীলন করবে।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন বিরাট। কিন্তু সীমিত ওভারের সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। বিরাটকে নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলছেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''
এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে রোহিত আরও বলেন, ''যেই দক্ষতা ওঁর ব্যাটিংয়ে রয়েছে। তা দলের ভীষণভাবে দরকার। এছাড়া এখনও বিরাট দলের একজন সিনিয়র নেতা। এই সব বিষয়গুলো যখন দেখা যায়, তখন বোঝা যায় যে ওঁকে ছাড়া কোনওভাবেই এই দল সম্পূর্ণ নয়।''