নয়াদিল্লি: আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের  চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। ওভালে এই টেস্টের আগে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের অনুরোধের ভিত্তিতে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি চতুর্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে যুক্ত করেছে।


প্রসিদ্ধ কৃষ্ণ ভারতীয় স্কোয়াডের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। সিরিজের শুরু থেকে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন এবং অনুশীলন করছেন। ২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে আগামী টেস্ট শুরু হচ্ছে।


কৃষ্ণর অন্তর্ভূক্তির ফলে ভারতীয় দলে ফাস্ট বোলারের সংখ্যা বেড়ে হচ্ছে সাত। ভারতীয় স্কোয়াডের  পেস বিভাগে ইতিমধ্যেই  রয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ। তাঁদের সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণও। 
হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর ওভালে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে ভারতীয় দল। লিডসে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৭৬ রানে। প্রথম ইনিংসে ভারত মাত্র ৭৮ রানে অলআউট হয়ে গিয়েছেন। বিরাট কোহলি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। 
চলতি সিরিজে কোনও টেস্টেই খেলতে দেখা যায়নি ভারতের স্পিন আক্রমণের মূল স্তম্ভ রবিচন্দ্রন অশ্বিনকে। এখনও পর্যন্ত যে তিনটি টেস্ট খেলা হয়েছে, সেগুলিতে ভারতীয় দলে একমাত্র স্পিনার হিসেবে খেলেছেন রবীন্দ্র জাডেজা। 
উল্লেখ্য, অধিনায়ক বিরাট কোহলি প্রথম একাদশে চার বোলার নিয়ে নামতেই পছন্দ করেন। তাঁর এই পছন্দ অনুযায়ীই দলে অন্তর্ভূক্তি ঘটল প্রসিদ্ধ কৃষ্ণর। 


তৃতীয় টেস্টে হারের পর চতুর্থ টেস্টে দলে ভারতীয় দলে কিছু পরিবর্তন ঘটতে পারে। অভিষেক ঘটতে পারে প্রসিদ্ধ কৃষ্ণর। উইকেটের দুদিকেই সুইং করাতে সক্ষম প্রসিদ্ধ কৃষ্ণ ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনটি একদিনের ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের অভিষেক ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। 


ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা, কেএল রাহুল, ময়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহমম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ইশ্বরন, পৃথ্বী শ, সূর্য কুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।