মুম্বই: গত বছর অজিঙ্ক রাহানের (ajinkya rahane) নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই জয়কেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয় বলছেন সুনীল গাওস্কর (sunil gavaskar)। গত বছর জানুয়ারিতে ব্রিসবেস টেস্টে অস্ট্রেলিয়াকে (astralia) হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে যায় বিরাট কোহলিহীন টিম ইন্ডিয়া। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে হারের পর, মেলবোর্নে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। এরপর সিডনি টেস্টে ড্র করে তারা। সিরিজের শেষ টেস্টে ব্রিসবেনে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে সিরিজ পকেটে পুরে নেয় রাহানের দল। 


এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''আমার মনে হয় গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে যে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়। প্রথম টেস্টে এভাবে ৩৬ রানে অল আউট হওয়ার পর যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তার জন্য ক্যাপ্টেন, কোচ রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের বিশাল কৃতিত্ব প্রাপ্য।'' ২০২০ সালে টেস্টে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেখানে প্রথম টেস্ট অ্যাডিলেডে, যা ছিল পিঙ্ক বল টেস্ট, সেই ম্যাচে ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ে ভারত। সেই ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে গিয়েছিল তারা। মেলবোর্ডে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলান রাহানে। আর ব্যাট হাতে শতরান হাকিয়ে ম্যাচে দলকে জেতাতেও সাহায্য করেন। সিরিজে সমতা ফেরায় ভারত। সিডনি টেস্টে চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিনের লড়াইয়ের ওপর ভর করে ড্র করে ভারত। সিরিজের নির্ণায়ক ম্যাচ ছিল ব্রিসবেনে। সেখানেই ম্যাচ উইনিং ইনিংস উপহার দেন ঋষভ পন্থ। সেই ঐতিহাসিক টেস্ট সিরিজ এবার ডকুমেন্টারি হিসেবেও আসতে চলেছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।



৭২ বছরের কিংবদন্তী প্রাক্তন ভারতীয় ব্যাটার আরও বলেন, ''আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সেই সময় আমি মাঠে উপস্থিত ছিলাম। ভারতীয় ক্রিকেটের সেই স্বর্ণালী অধ্যায়ের সাক্ষী থাকতে পেরেছি।''