একটি আলোচনা চক্রে শ্রীনাথ বলেছেন, ভবিষ্যতে কোচের গুরুত্ব কমবে না। তবে প্রযুক্তির ব্যবহার আরও বেশি করতে হবে। যে কোচ যত ভালভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারবেন, তাঁর গুরুত্ব তত বাড়বে। তিনি নিজে খেলার সময় প্রযুক্তির সাহায্যে বোলিংয়ের ভুলগুলি বুঝতে পারতেন। কিন্তু সেই ভুল শুধরে কীভাবে ভাল খেলবেন, সেটা কোচই দেখিয়ে দিতেন। তাই কোচের ভূমিকা থাকবেই।
প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে শ্রীনাথকে সমর্থন করেছেন অপর এক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। এই ওপেনিং ব্যাটসম্যান বলেছেন, কম্পিউটারে তথ্য বিশ্লেষণ করে একজন ক্রিকেটার নিজের শক্তি-দুর্বলতা বুঝতে পারেন। কিন্তু মাঠে কীভাবে সেগুলি প্রয়োগ করতে হবে, তা কোচই দেখিয়ে দেন।