হায়দরাবাদ: ব্যাডমিন্টন (Badminton) খেলার ফাঁকে কোর্টেই লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করলেন। গোটা ঘটনায় খেলার ময়দানে শোকের ছায়া।


হায়দরাবাদের (Hyderabad) লালাপেট-এর এক স্টেডিয়ামের ব্যাডমিন্টন কোর্টে খেলার ফাঁকেই লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, শ্বাস নিতে পারছিলেন না ওই ব্য়ক্তি। প্রবলভাবে হাঁফাচ্ছিলেন। পরে ৩৮ বছরের ওই ব্যক্তির মৃত্য হয়। পরিবার সূত্রে খবর, শ্যাম যাদব নামের ওই ব্যক্তি অফিস থেকে ফেরার পর প্রত্যেক দিনই ব্যাডমিন্টন খেলতেন। মঙ্গলবারও তিনি অফিস থেকে ফিরে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। সেখানেই খেলার মাঝে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে তৎক্ষনাৎ গাঁধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।




এই মাঠে ওয়ান ডে-তে সচিন তেন্ডুলকরের ডাবল সেঞ্চুরি রয়েছে। সেই গ্বালিয়রে ইরানি ট্রফির (Irani Trophy) প্রথম দিন ব্যাটসম্যানদের রমরমা। ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সবাল (Yashasvi Jaiswal)। সেঞ্চুরি করলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। গতবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে অবশিষ্ট ভারত। প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত প্রথমে ব্যাট করে তুলেছে ৩৮১/৩। বড় স্কোরের পথে তারা।


গ্বালিয়রে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারতের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। তবে ব্যাট হাতে রান পাননি ময়ঙ্ক। তিনিই ইনিংস ওপেন করতে নেমেছিলেন। ১১ বলে মাত্র ২ রান করে আবেশ খানের বলে ফিরে যান তিনি। মাত্র ৭ রানে প্রথম উইকেট হারায় অবশিষ্ট ভারত। আর সেখান থেকেই প্রত্যাঘাত অভিমন্যু ঈশ্বরণ ও যশস্বীর। বাংলার ক্রিকেটার অভিমন্যু রঞ্জি ট্রফির ফাইনালে রান পাননি। ইরানি ট্রফিতে তিনি সুদে আসলে যেন সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। ২৪০ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন তিনি। যশস্বী ডাবল সেঞ্চুরি করেন। মুম্বইয়ের ক্রিকেটার ২৫৯ বলে ২১৩ রান করেন। দ্বিতীয় উইকেটে ৩৭১ রান যোগ করেন অভিমন্যু যশস্বী। ৭/১ থেকে অবশিষ্ট ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৩৭৮ রানে।


তবে দিনের শেষ লগ্নে যশস্বীকে বোল্ড করে দেন আবেশ। আর রান আউট হয়ে যান অভিমন্যু। ৩৭৮ রানের মাথায় পরপর দু উইকেট পড়ে। আপাতত ক্রিজে রয়েছেন সৌরভ কুমার ও বাবা ইন্দ্রজিৎ।


আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ