Loan Defaulters News: ঋণখেলাপিদের জন্য বড় খবর। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফেরত না দিলে এবার থেকে নতুন ব্যবস্থা। ৮ ফেব্রুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
Bank News Update: কী নতুন নিয়ম নির্দেশ দেওয়া হয়েছে
যারা ব্যাঙ্ক থেকে হোম লোন (Home Loan),পার্সোনাল লোন (Personal Loan),কার লোন (Car Loan)নিয়েছেন, তাদের জন্য রইল স্বস্তির খবর।এতদিন ব্যাঙ্ক লোন নেওয়ার পরে সময়মতো টাকা জমা না করলে বা ঋণের টাকা শোধ না দিলে ঋণ খেলাপির উপর শাস্তিমূলক সুদ আরোপ করত ব্যাঙ্ক । এবার যা বন্ধ করার নিয়ম শুরু করা হয়েছে। এবার থেকে ঋণখেলাপির উপর প্যানেল সুদের পরিবর্তে প্যানেল চার্জ আরোপ করবে ব্যাঙ্ক।
Loan Defaulters News: আরবিআই করেছে এই পরিকল্পনা
ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া গ্রাহকদের সাহায্য করতে এই পদক্ষেপ নিয়েছে RBI। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, ব্যাঙ্ক থেকে ঋণগ্রহীতারা ঋণের টাকা না দিলে জরিমানা বাবদ সুদের পরিবর্তে প্যানেল চার্জ বা জরিমানার ফি আরোপ করা হবে। আরবিআই আরও জানিয়েছে, ঋণখেলাপির ক্ষেত্রে এই নয়া নিয়ম প্রযোজ্য হবে।
RBI Update: যদি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাঙ্ক ঋণ চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে, তাহলে তাকে সোজাসুজি জরিমানা করা হবে। যা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে প্যানেল চার্জ হিসাবে আদায় করবে ব্যাঙ্ক। এই প্রস্তাবটি ৮ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়েছে৷ আরবিআই আরও বলেছে, সুদের হারের সঙ্গে প্যানেল চার্জ বা জরিমানা বাবদ সুদও এবার যুক্ত করা হবে৷
RBI-এর মতে, বহু পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ ও অনেক বিরোধ সামনে এসেছে। আরবিআই তার অফিসিয়াল ওয়েবসাইটে এই খসড়া সম্পর্কিত প্রধান নির্দেশিকা প্রকাশ করেছে। যেখানে আপনি এটি পড়তে পারবেন।
Bank News: 'চেক বাউন্স' (Cheque Bounce)রুখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে সরকার। এবার থেকে কোনও ব্যক্তির চেক বাউন্স করলে তার অন্য অ্যাকাউন্ট থেকে টাকা আদায় করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Cheque Bounce Rule: চেক বাউন্সের সমস্যা বাড়ছেই
বর্তমানে দেশে চেক বাউন্সের ঘটনা নিয়ে চিন্তিত সরকার। অতীতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেও এখনও দেশে চেক বাউন্সের নিয়মিত ঘটনা ঘটে চলেছে। যা বন্ধ করতে এখন এসব মামলা রুখতে নতুন পরিকল্পনা তৈরি করছে সরকার। আগামী দিনে কারও চেক বাউন্স হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ওই ব্যক্তির অন্যান্য অ্যাকাউন্ট থেকেও টাকা উদ্ধার করা হবে।
আরও পড়ুন : Savings Account Types: সেভিংস অ্যাকাউন্টেরও আছে প্রকারভেদ, কোথায় আপনার টাকা রাখা উচিত জানেন ?