অভিষেক টেস্টেই শতরান, এক ঝলকে পৃথ্বীর ১০ নজির
২৭ তম ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি করলেন তিনি।
অভিষেক টেস্টে অভিষেকে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি করলেন তিনি।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে ম্যাচের প্রথম বল খেললেন তিনি।
সবচেয়ে কম বয়সে দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে অভিষেক হল তাঁর।
ভারতীয় হিসেবে সবচেয়ে কম বয়সে অভিষেক টেস্টে হাফসেঞ্চুরির মালিক হলেন তিনি।
মুম্বইয়ের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির মাধ্যমে টেস্ট কেরিয়ার শুরু করলেন।
১৫ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন তিনি।
দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে শতরান করলেন তিনি। ভারতীয় হিসেবে সর্বকনিষ্ঠ হিসেবে টেস্টে সেঞ্চুরির রেকর্ড সচিন তেন্ডুলকরের।
বলের হিসেবে অভিষেক টেস্টে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির তালিকায় পৃথ্বী তৃতীয় স্থানে। তিনি ৯৯ বলে সেঞ্চুরি করেছেন।
বিশ্বে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন পৃথ্বী।
পৃথ্বী যে ১০ নজির গড়লেন সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন পৃথ্বী।
অভিষেকেই তিনি যে নজির গড়েছেন যা ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে।
১৮বছর ৩২৯ দিন। এই বয়সের এক টিনেজার ক্রিকেট মাঠে আজ নজর কেড়ে নিয়েছেন। ওই টিনেজার পৃথ্বী শ। টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে আজ অভিষেকেই দাপট দেখালেন তিনি।