নয়াদিল্লি: আর পাঁচটা জন্মদিনের সকালের মতো নয়। এবারের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলেন মাস্টার ব্লাস্টার।

আজ ৪৩ বছরে পা রাখলেন সচিন তেন্ডুলকর। ‘মেক আ উইশ ফাউন্ডেশন’-র উদ্যোগে মুম্বইয়ের এমআইজি ক্রিকেট ক্লাবে স্কুল পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলেন তিনি।

ভিডিওতে দেখুন, স্কুল পড়ুয়াদের সঙ্গে কেমন ক্রিকেটে মেতে উঠেছেন সচিন।


ক্রিকেটের ঈশ্বরের জন্মদিনে তাঁকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিসিসিআই-এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর, ক্রিকেট তারকা হরভজন সিংহ, যুবরাজ সিংহ, অজিঙ্ক রাহানে, অনিল কুম্বলে, বক্সার বিজেন্দ্র সিংহ প্রমুখ।