মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের প্রথম টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব রানমেশিন চেতেশ্বর পূজারা ও ফাস্ট বোলারদের দিচ্ছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভারতীয় দল দুর্দান্ত খেলেছে। বিদেশে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স অসাধারণ। কোনও একজনকে আলাদা করা কঠিন। তবে পূজারা দারুণ খেলেছে। ওর সম্পর্কে ভাল কথা বলা হয়নি। ওর অবদান খাটো করে দেখানোর চেষ্টা হয়েছিল। কিন্তু ও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। পূজারার পাশাপাশি বোলারদের অবদানও অস্বীকার করতে পারি না। ফাস্ট বোলাররাও খুব ভাল খেলেছে।’
সচিন আরও বলেছেন, ‘পূজারা যে ভিত গড়ে দিয়েছিল, তার উপর ভর করে আরও অনেকে রান করেছে। দ্বিতীয় টেস্টে বিরাট (কোহলি) রান করেছে, অজিঙ্কা (রাহানে) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলে। ঋষভ (পন্থ), (রবীন্দ্র) জাডেজারাও ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ময়ঙ্কও (অগ্রবাল) ভাল শুরু করেছে।’
ভারতীয় ক্রিকেটের জন্য এই সিরিজ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচিন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এই ধরনের ফলাফল খুব গুরুত্বপূর্ণ। আমার এখনও মনে আছে, ১০ বছর বয়সে যখন ক্রিকেটের কিছুই জানতাম না, তখনও জানতাম ভারত বিশ্বকাপ জিতেছে। সেখান থেকে আমার যাত্রা শুরু হয়। আশা করি আরও অনেকের যাত্রা শুরু হয়েছে। খুদে ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই ধরনের ফল দরকার।’
অস্ট্রেলিয়ায় প্রথমবার সিরিজ জয়ের কৃতিত্ব পূজারা, ফাস্ট বোলারদের দিচ্ছেন সচিন
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2019 05:25 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -