মুম্বই: গুরু পূর্ণিমায় প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর ও রমাকান্ত আচরেকর। তাঁরা দু’জনেই আজ ট্যুইট করে তাঁদের ক্রিকেটার জীবনে ছোটবেলার কোচের বিশেষ অবদানের কথা উল্লেখ করেছেন।

সচিন ট্যুইটে লিখেছেন, ‘গুরু এমন একজন ব্যক্তি যিনি ছাত্রদের মধ্যে থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন। সেই গুরু হওয়ার জন্য আচরেকর স্যারকে ধন্যবাদ। আমি আজ যে জায়গায়, সেখানে পৌঁছতে তিনি আমাকে সাহায্য করেছেন।’



কাম্বলির ট্যুইট, ‘আপনি আমাকে শুধু ভাল ক্রিকেটারই তৈরি করেননি, ভাল মানুষ হতেও শিখিয়েছেন। আপনার অভাব অনুভব করি আচরেকর স্যার। আপনার শিক্ষার মধ্যে দিয়ে সবসময় আমার সঙ্গে থাকবেন।’



সচিন ও কাম্বলির কোচ হিসেবে বিখ্যাত হয়ে ওঠান আচরেকরের ছাত্রদের মধ্যে আছেন বলবিন্দর সিংহ সান্ধু, চন্দ্রকান্ত পণ্ডিত, প্রবীণ আমরে, অজিত আগরকর ও রমেশ পওয়ার।