মু্ম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।
শুভেচ্ছাবার্তায় বর্তমান টেন্ট অধিনায়ক বিরাট কোহলি, প্রধান কোচ অনিল কুম্বলে এবং দলের অন্যতম স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
[embed]https://twitter.com/sachin_rt/status/757500000435773440[/embed]
মাইক্রো-ব্লগিং সাইটে সচিন লেখেন, দুরন্ত জয়ের জন্য বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। অশ্বিনের অনবদ্য পারফরম্যান্স এবং কুম্বলের দুর্দান্ত ডেবিউ। চালিয়ে যাও।
[embed]https://twitter.com/IrfanPathan/status/757499119636189185[/embed]
সচিনের পাশাপাশি, অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পঠান। ট্যুইটারে তিনি লেখেন, একই ম্যাচে শতরান এবং পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া সত্যিই স্পেশাল।দারুন খেলেছ। আনন্দ কর, বন্ধু!
[embed]https://twitter.com/IrfanPathan/status/757498247619440640[/embed]
একইসঙ্গে, তিনি প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ অনিল কুম্বলে এবং ফাস্ট বোলার মহম্মদ শামিরও।
[embed]https://twitter.com/IrfanPathan/status/757579223364141056[/embed]
টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন প্রাক্তন স্পিনার বিষেণ সিংহ বেদীও। সিরিজের বাকি ম্যাচগুলির জন্য তিনি ভারতীয় দলকে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখেন।
[embed]https://twitter.com/BishanBedi/status/757555746494148608[/embed]
অ্যান্টিগায় সদ্য শেষ হওয়া প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৯২ রানের ব্যবধানে হারায় ভারত। প্রথমে ব্যাট করে অধিনায়ক কোহলির দ্বিশতরান এবং অশ্বিনের শতরানের ওপর ভর করে ৮ উইকেটের বিনিময়ে ৫৬৬ রানে তুলে ডিক্লেয়ার করে ভারত। জবাবে ২৪৩ এবং ২৩১ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের দুই ইনিংস।
অ্যান্টিগা টেস্ট জয়: ভারতীয় দলকে শুভেচ্ছা সচিনের
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jul 2016 09:28 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -