নয়াদিল্লি: গতকাল শুক্রবার ভারতের ব্যাটিং কিংবদন্তী সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে তাঁকে জলে ডোবা পিচে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। ফেলে আসা দিনগুলির ওই ভিডিও শেয়ার করে সচিন দিয়েছেন অনুপ্রেরণাদায়ক বার্তা। ভিডিও পোস্ট করে তাঁর ট্যুইট-খেলার প্রতি ভালোবাসা ও আবেগ থাকলে অনুশীলনের নিত্যনতুন উপায় খুঁজে বের করে নেওয়া যায় এবং সবচেয়ে বড় ব্যাপার নিজের কাজটা উপভোগ করতে হবে।
ভিডিওতে দেখা যাচ্ছে সচিন এমন একটা পিচে ব্যাট করছেন, যেখানে জল দাঁড়িয়ে রয়েছে।
বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সচিন।
সম্প্রতি সচিন জানিয়েছেন যে, একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে খেলার জন্য তাঁকে রীতিমতো আর্জি জানাতে হয়েছিল। ১৯৯৪-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে খেলেছিলেন সচিন। তিনি বলেছেন, সেই সময় উইকেট বাঁচিয়ে রাখার চলতি ছকের বাইরে গিয়ে অন্য ধরনের কিছু করার তাগিদেই টিম ম্যানেজমেন্টের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি।