আজ টিভিতে বিশেষজ্ঞ হিসেবে অভিষেক সচিনের
Web Desk, ABP Ananda | 30 May 2019 12:55 PM (IST)
ভারতের হয়ে ৬টি বিশ্বকাপে খেলেছেন সচিন। ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
মুম্বই: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড। এদিনই আবার টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে অভিষেক হচ্ছে সচিন তেন্ডুলকরের। তিনি ম্যাচ শুরু হওয়ার আগে একটি চ্যানেলে নিজের মতামত জানাবেন। ভারতের হয়ে ৬টি বিশ্বকাপে খেলেছেন সচিন। ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তবে ব্যক্তিগতভাবে তাঁর সেরা বিশ্বকাপ ছিল ২০০৩ সালে। সেবার দক্ষিণ আফ্রিকায় তিনি ৬৭৩ রান করেছিলেন। এবার মাঠের বাইরে অন্য ভূমিকায় দেখা যাবে সচিনকে।