পটনা: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিহারে একটিও আসন পায়নি আরজেডি। এই বিপর্যয় নিয়ে মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে বৈঠকে বসেন দলীয় নেতারা। সেই বৈঠকের পর আরজেডি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের ফল রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছুই নয়। এই বৈঠকে না থাকলেও, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব তাঁর ছোট ভাই তেজস্বীর পাশে দাঁড়িয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, কেউ যদি তেজস্বীর নেতৃত্ব মানতে না পারেন, তাহলে তাঁর দল ছেড়ে চলে যাওয়া উচিত।


সোমবার দলের খারাপ ফলের জন্য তেজস্বীকে আক্রমণ করে আরজেডি বিধায়ক মহেশ্বর প্রসাদ যাদব বলেন, ‘বিধায়ক হিসেবে আমি তেজস্বী যাদবকে নির্বাচনে বিপর্যয়ের নৈতিক দায় নিয়ে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানাব। আমি চাই যাদব বাদ দিয়ে অন্য কোনও জাতের নেতাকে বিরোধী দলনেতা করা হোক। না হলে ২০২০ বিধানসভা নির্বাচনেও দলের ফল খারাপ হবে।’

তবে ভাইয়ের পাশে দাঁড়িয়ে তেজপ্রতাপ বলেছেন, ‘তেজস্বী কেন বিরোধী দলনেতার পদ ছাড়বে? কারও যদি ওর নেতৃত্ব পছন্দ না হয়, তাহলে তিনি আরজেডি বা মহাজোট ছেড়ে চলে যেতে পারেন। আমি কৃষ্ণ হিসেবে ভাইয়ের পাশে থাকব।’

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের কারণ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে আরজেডি। এই কমিটিতে আছেন জগদানন্দ সিংহ, আবদুল বারি সিদ্দিকি ও অলোক মেহতা। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। জগদানন্দ দাবি করেছেন, ‘আমরা নির্বাচনের ফলকে মানুষের রায় বলে মানছি না। চক্রান্ত করে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা হয়েছে, সেটিকে আমরা মানুষের রায় বলে মানতে নারাজ। এটা চক্রান্তের ফল।’