মুম্বই: মুম্বইয়ের সিনিয়র টিমে নেওয়া হল বাঁ হাতি পেসার অর্জুন তেন্ডুলকরকে। এই প্রথম সিনিয়র টিমে নেওয়া হল সচিন পুত্র অর্জুনকে। সইদ মুসতাহ আলি ট্রফির জন্য ২২ জনকে বেছে নেওয়া হয়েছে। মুম্বই সিনিয়র টিমের পক্ষ থেকে শনিবার একথা জানান প্রধান নির্বাচক সলিল আনকোলা।
অর্জুন বাদে ২২ জনের এই দলে নেওয়া হল আরেক পেসার ক্রুতিক হানাগাভাদিকে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে বিসিসিআই আমাদের বলেছিল ২০ জনকে বেছে নিত। পরে তারা জানায় ২২ জন ক্রিকেটারকে বেছে নিতে পারব। তাই আরও ২ ক্রিকেটারকে বেছে নেওয়া হল।


এই প্রথম মুম্বইয়ের সিনিয়র টিমের জন্য বেছে নেওয়া হল ২১ বছরের অর্জুনকে। এর আগেও অবশ্য মুম্বইয়ের জন্য খেলেছেন তিনি। গ্রুপ ভিত্তিক টুর্নামেন্ট এবং আমন্ত্রিত টুর্নামেন্টে খেলেছেন তিনি। ভারতীয় দলের নেটেও বল করছেন এই পেসার। একইসঙ্গে অনুর্ধ্ব ১৯ টিমে খেলেছেন। খেলার জন্য শ্রীলঙ্কাতেও গিয়েছেন সচিন পুত্র।

উল্লেখ্য মুম্বই সিনিয়র টিমের অধিনায়ক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। রাজ্যের রাজধানীতে সব খেলাতেই অংশ নেবেন তিনি। সইদ মুসতাহ আলি ট্রফি, টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে। ২০২০-২১ সালের এই ম্যাচ শুরু হচ্ছে বেশ কিছুটা দেরিতেই।