নয়াদিল্লি:  ঘরোয়া টুর্নামেন্টে প্রতিপক্ষকে ওয়াক-ওভার দিয়ে বিতর্কে সৌম্যজিত্‍ ঘোষ৷ ঘটনার সূত্রপাত জয়পুরে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে৷ সেখানে খেলা হচ্ছিল জিকেআই বলে৷ কিন্তু, রিও অলিম্পিকে খেলা হবে ডিএইচএস বলে৷ এই বলেই গত ৩ মাস ধরে অনুশীলন করেছেন দেশের এক নম্বর টিটি খেলোয়াড় সৌম্যজিত্‍৷ কিন্তু, জয়পুরে জিকেআই বলে খেলা হওয়ায় দলগত ইভেন্টে খেললেও সিঙ্গলস ম্যাচে প্রতিপক্ষকে ওয়াক ওভার দিয়ে দেন তিনি৷


 

এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ভারতীয় টেবল টেনিস ফেডারেশনের কর্তারা৷  কিন্তু, সৌম্যজিতের যুক্তি, ‘রিওর জন্য ডিএইচএস বলেই অনুশীলন করে এসেছি৷ শেষ মুহূর্তে আর কোনও ঝুঁকি নিতে চাই না৷ তাই, জিকেআই বলে খেলিনি৷’

 

কোচ ভবানী মুখোপাধ্যায় অবশ্য সৌম্যজিতের এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে, অচিন্ত্য শরত্ কমলের মতো খেলোয়াড়ের যখন জিকেআই বলে খেলতে অসুবিধা নেই তখন সৌম্যজিতেরও আপত্তি থাকার কথা নয়।