টেস্ট ক্রিকেটে কোনও রদবদলে সায় নেই কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2018 03:36 PM (IST)
নয়াদিল্লি: পাঁচ দিনের ক্রিকেটে জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু রদবদলের বিষয় খতিয়ে দেখছে আইসিসি। কিন্তু টেস্ট ক্রিকেটে কোনও ধরনের পরিবর্তনে চান না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের মেয়াদ চারদিন করার প্রস্তাবেও সায় নেই তাঁর। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা রান সংগ্রহকারী কোহলি টেস্ট ক্রিকেট সম্পর্কে তাঁর আবেগের কথাও গোপন করেননি। তিনি বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করলে যে তৃপ্তি পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ, সবাই জানে যে, এটা কতটা গুরুত্বপূর্ণ। ক্রিকেটের সবচেয়ে সুন্দর ফরম্যাট টেস্ট। এতে কোনও পরিবর্তন হবে বলে মনে করি না। খেলায় মেয়াদ কমিয়ে চারদিন করারও পক্ষপাতী নই। প্রস্তাবিত চারদিনের টেস্ট পশ্চাদমুখী ভাবনা কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, নিশ্চয়। এতে কোনও রদবদল ঘটানো উচিত নয়। সারা বিশ্বে টি ২০ ক্রিকেটের রমরমার জন্য টেস্টের জনপ্রিয়তায় ভাঁটার টান।এমনকি একদিনের ক্রিকেটও বিপন্ন। কিন্তু কোহলি মনে করেন, এটা দর্শকদের সচেতনতার ওপর নির্ভরশীল। তিনি বলেছেন, কয়েকটি দেশে জনপ্রিয়তায় টান পড়েছে, এটা সত্যি। এটা দর্শকদের সচেতনতার ওপর নির্ভর করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশে টেস্ট ম্যাচ দেখতে প্রচুর দর্শক আসেন। কারণ, সেখানকার মানুষ খেলাটা বোঝেন। কোহলি বলেছেন, আমি মনে করি কেউ যদি খেলাটা বোঝেন, ভালোবাসেন এবং টেস্ট ক্রিকেট বোঝেন, তাহলে তিনি বুঝতে পারেন যে, খেলাটা কতটা আকর্ষণীয়। ২০১৯-এ আইসিসি নয় দলকে নিয়ে দু বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে। সেইসঙ্গে ১৩ দলের একদিনের ম্যাচের লিগ শুরু হচ্ছে। কোহলি এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আগ্রহী। তিনি বলেছেন, এটা টেস্ট ক্রিকেটের পক্ষে বড় একটা পদক্ষেপ। এতে সিরিজ আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠবে। চ্যাম্পিয়নশিপে ওঠা-পড়া থাকবে। এর জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন কোহলি।