মুম্বই: দেখতে যতই সিরিয়াস হন, শ্যুটিংয়ের সময় সহশিল্পী ও ক্রুদের সঙ্গে মজার জন্য ‘কুখ্যাত’ অজয় দেবগণ। আচমকা উৎকট মজা করে সকলের জীবন অতিষ্ঠ করে দেন তিনি। আর এবার তিনি ঠাট্টা করলেন নিজেরই স্ত্রীর লাখো অনুগামীর সঙ্গে!

নিজের টুইটার হ্যান্ডলে অজয় স্ত্রী কাজলের মোবাইল নম্বর দিয়ে দেন। তিনি লেখেন, কাজল এখন দেশের বাইরে, ওর সঙ্গে ৯৮২০১২৩৩০০ নম্বরে যোগাযোগ করুন। দেখেই ঝাঁপিয়ে পড়েন কাজল অনুগামীরা, শুরু করেন প্রিয় অভিনেত্রীকে ফোন করতে। আবার অনেকে চটেমটে প্রশ্ন করেন, কোন বুদ্ধিতে স্ত্রীর নম্বর এভাবে খোলা ময়দানে এনে ফেললেন অজয়। ঘণ্টাচারেক এমনই হট্টগোল চলার পর অজয় জানালেন, এ স্রেফ মজা ছিল, ওই নম্বর মোটেই তাঁর স্ত্রীর নয়।

অজয় লেখেন, ছবির সেটে মজা করা পুরনো হয়ে গিয়েছে তাই এবার আপনাদের সঙ্গে মজা করার চেষ্টা করলাম।




এক কাজল অনুগামী লেখেন, আর কখনও এমন করবেন না, আমাদের চিন্তা হয়। জবাবে অজয় লেখেন, আরে কখনও তো হাসুন।


আবার একজনের টুইটের জবাবে লেখেন, এই স্টান্ট শুধু প্রশিক্ষিত পেশাদারই করতে পারে, বাড়িতে কখনও চেষ্টা করবেন না।


অনেকে বলছেন, এটা অজয়ের পাবলিসিটি স্টান্ট ছিল। ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে কাজলের ছবি হেলিকপ্টার ইলা, তার আগে এই টুইট করে সোশ্যাল মিডিয়ায় নজর নিজেদের দিকে ঘুরিয়ে নিলেন তিনি।