জামাইকা: অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করে শুধু দলের জয়ের পথই সুগম করে দেননি অজিঙ্ক রাহানে, ব্যক্তিগত আক্ষেপও মিটিয়েছেন।
প্রায় দু বছর পরে টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর দশম সেঞ্চুরি। আজ, শুক্রবার থেকে জামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তার আগের দিন রাহানে বলেছেন, ‘দশম সেঞ্চুরিটা ভীষণ স্পেশ্যাল। আমি নিজের সেলিব্রেশনের কথা ভাবিনি। স্বতঃস্ফূর্তভাবে হয়ে গিয়েছিল।’
ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক আরও বলেছেন, ‘দশম সেঞ্চুরিতে পৌঁছতে দুবছর সময় লেগে গেল। পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক সিরিজের আগেই প্রস্তুতি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। গত দুবছর ধরে সেই পদ্ধতিই অনুসরণ করছিলাম। তাই সেঞ্চুরিটা আমার কাছে এত স্পেশ্যাল।’
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫/৩ অবস্থা থেকে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন রাহানে। করেন ৮১ রান। এবং ১০২ রান করেন দ্বিতীয় ইনিংসে। রাহানে বলেছেন, ‘আমরা চাপে ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ ভাল বোলিং করেছিল। দলের জন্য বিশেষ কিছু করার সুযোগ ছিল।’
টেস্টে দুবছর পর সেঞ্চুরি করে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, বললেন রাহানে
Web Desk, ABP Ananda
Updated at:
30 Aug 2019 01:04 PM (IST)
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫/৩ অবস্থা থেকে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন রাহানে। করেন ৮১ রান। এবং ১০২ রান করেন দ্বিতীয় ইনিংসে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -