Vivo S15 Pro Series: Vivo S15 Pro ও Vivo S15 লঞ্চ হল বাজারে। দুটি ফোনই শক্তিশালী হার্ডওয়্যার দিয়েছে কোম্পানি। ফিচারের দিকে দেখলে Vivo S15 Pro তে রয়েছে একটি 6.56 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। ফোনে পাবেন Octacore MediaTek Dimension 8100 প্রসেসর। ফোনে 12 GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। 


Vivo S15 Pro series: কী ক্যামেরা প্রো ফোনে ?
ক্যামেরার কথা বলতে গেলে, এতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছাড়াও পাওয়া যাবে 2 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ফোনে। এই ফোনে 256 জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে পাবেন 4,500mAh ব্যাটারি। যা 80W চার্জার সমর্থন করে।


Vivo S15 Pro Series: Vivo S15-এ রয়েছে একটি 6.62 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। ফোনে Octacore Qualcomm Snapdragon 870 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 12 GB পর্যন্ত RAM দিয়েছে কোম্পানি। ক্যামেরার কথা বলতে গেলে, এতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে পাবেন 64 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছাড়াও 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা । সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে ডিভাইসে। এই ফোনে 256 জিবি পর্যন্ত অভ্যন্তরীণ মেমরি রয়েছে। এতে 4,500mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া হয়েছে যা 66W চার্জার সাপোর্ট করে।


Vivo S15 Pro Series: কত দাম ফোনের ?


Vivo S15 Pro-এর 8GB RAM ও 256GB মডেলের দাম CNY 3,399 (প্রায় 39,000 টাকা)। এর 12GB + 256GB ভ্যারিয়েন্টও রয়েছে। যার দাম CNY 3,699 (প্রায় 42,600 টাকা)। এছাড়াও, 8GB + 128GB মডেলের জন্য Vivo S15-এর দাম CNY 2,699 (প্রায় 31,000 টাকা)। 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম CNY 2,999 (প্রায় 34,500 টাকা) রাখা হয়েছে। পাশাপাশি টপ-অফ-দ্য-লাইন 12GB + 256GB-র জন্য CNY 3,299 (প্রায় 38,000 টাকা) দাম ধরা হয়েছে ফোনের।


আরও পড়ুন : Google Banned Apps: নিষিদ্ধ করল গুগল, এই অ্যাপ ফোনে থাকলেই বিপদ !