পোচেস্ট্রুম: বাংলাদেশের কাছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিন উইকেটে পরাজয়ের পর আত্মসমীক্ষায় বসে পড়ল ভারতীয় শিবির। অধিনায়ক প্রিয়ম গর্গ জানিয়ে দিলেন, দিনটা তাঁদের ছিল না। কোনও কিছুই পরিকল্পনামাফিক হয়নি।


প্রথমে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে মসৃণ গতিতে এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। তারপরই রবি বিষ্ণোই ধাক্কা দেন। একটা সময় ১০২/৬ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে অধিনায়ক আকবর আলির অপরাজিত ৪৩ রানের ইনিংস ভারতের স্বপ্নভঙ্গ ঘটায়।

পরাজয়ের পর ভারতীয় দলের অধিনায়ক প্রিয়ম গর্গ বলেছেন, ‘আমাদের দিনটা খারাপ ছিল। তবে ছেলেরা খুব ভাল লড়াই করেছে। হাতে এত অল্প রানের পুঁজি নিয়েও ওদের কাজটা কঠিন করে তুলেছিলাম। যে কারণে আমি দলের সকলকে ধন্যবাদ দিতে চাই।’ প্রিয়ম যোগ করেছেন, ‘যেভাবে সতীর্থরা লড়াই করেছে, বিশেষ করে বোলাররা যেভাবে নিজেদের সেরাটা দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি।’ পাশাপাশি প্রিয়মের ব্যাখ্যা, ‘টসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল কারণ উইকেটে শুরুর দিকে স্যাঁতস্যাঁতে ভাব ছিল।’

প্রিয়মের মতে, আরও কিছু রান ভাঁড়ারে থাকলে ম্যাচ অন্যরকম হতো। ‘বাংলাদেশের বোলাররা শুরুটা খুব ভাল করেছিল। আমাদের ব্যাটসম্যানেরাও ভাল খেলেছে। তবে আরও কিছু রান হলে ভাল হোত। ২১৫-২২০ হলে ভাল স্কোর হোত। ১৭৮ রানটা লক্ষ্য হিসাবে যথেষ্ট নয়,’ বলেছেন তিনি। যোগ করেছেন, ‘আমাদের বোলাররা ভাল বল করেছে। বাংলাদেশ ভাল ব্যাট করেছে। তবে বোলারদের নিয়ে আমি খুব সন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকায় খেলাটা ভাল অভিজ্ঞতা। বিশ্বকাপের আগে এখানে একটা সিরিজ খেলেছিলাম। সেটাও আমাদের ভাল খেলতে সাহায্য করেছে।’