লন্ডন: গতকাল থেকেই 'হোম অফ ক্রিকেট' লর্ডসে শুরু হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় অ্যাশেজ টেস্ট (The Ashes 2023)। সেই ম্যাচের শুরুর দিকে বৃষ্টি তো বিঘ্ন ঘটায়ই, পাশাপাশি বিক্ষোভকারীদের দৌরাত্ম্যেও ম্যাচ বেশ খানিকক্ষণ স্থগিত থাকে। ম্যাচের একেবারে দ্বিতীয় ওভারে ঘটে ঘটনাটি। 


দ্বিতীয় ওভারে স্টুয়ার্ট ব্রড বল শুরু করার ঠিক আগেই লর্ডসের গ্র্যান্ডস্ট্যান্ড থেকে 'জাস্ট স্টপ অয়েল'-এর দুই বিক্ষোভকারী মাঠে ঢুকে পড়েন। তাঁদের বিখ্যাত কমলা রঙের পাউডার মাঠে ছড়াতে সক্ষম হলেও, বিক্ষোভকারীরা পিচ পর্যন্ত পৌঁছতে পারেননি। সৌজন্যে অবশ্যই ইংল্যান্ডের কিপার ব্যাটার জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। তিনি এক বিক্ষোভকারী একাই কার্যত কোলে তুলে নিয়ে মাঠের বাইরে নিয়ে যান। আরেক বিক্ষোভকারীকে রুখতে সমর্থ হয় পুলিশ। জনি বেয়ারস্টোর এই কাণ্ড মাঠে উপস্থিত দর্শকরা কিন্তু বেশ মজাই। তাঁরা করতালি দিয়ে বেয়ারস্টোকে বাহবাও জানান। 


 






প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ (The Ashes) সিরিজে ১-০ এঘিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে লর্ডসে দ্বিতীয় টেস্টের (ENG vs AUS 2nd Test) প্রথম দিনেও শুরুটা কিন্তু দুর্দান্তভাবেই করল অস্ট্রেলিয়া। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৩৯/৫। প্রথম দিনেই বড় রান তুলে ম্যাচের রাশ কিন্তু নিজেদের হাতে নিয়ে নিয়েছেন অজিরা। সৌজন্যে তিন তারকা ক্রিকেটারের দুরন্ত অর্ধশতরানের ইনিংস এবং দুইটি শতাধিক রানের পার্টনারশিপ।


গত ম্যাচে বল করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। এই ম্যাচে তাঁর বদলি হিসাবে এক স্পিনারের বদলে বাড়তি পেসার জস টাঙকে দলে নিয়েছিল। তিনি দুই উইকেট নিলেন বটে, তবে দিনের শেষে ইংল্যান্ডের সফলতম বোলার কিন্তু একজন স্পিনারই। তিনি জো রুট। টাঙ এবং রুট উভয়েই দু'টি করে উইকেট নিলেও, টাঙ ৮৮ রান খরচ করেন। সেখানে রুট মাত্র আট ওভার হাত ঘুরিয়ে ১৯ রানের বিনিময়ে দিনের শেষের দিকে দুইটি উইকেট নেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?