নয়াদিল্লি: অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ২ সপ্তাহ পরই ফের স্বমহিমায় কপিল দেব। গলফ মাঠে ফিরলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। হাতে তুলে নিলেন গলফ স্টিক। নিজেই ট্যুইট করলেন ছবি। যা দেখে উচ্ছ্বসীত ভক্তরা বললেন, "চ্যাম্পিয়ন ফিরে এসেছে...।"


৬১ বছরের কপিল দেব জানান, চিকিৎসকদের থেকে সবুজ সঙ্কেত মিললেই তিনি গলফ খেলতে শুরু করবেন। গতকালই তিনি পৌঁছে যান গলফ মাঠে। তাঁকে গলফ স্টিক হাতেও দেখা যায়।





ট্যুইটারে তিনি লেখেন, ক্রিকেট মাঠ হোক বা গলফ কোর্স-- ফিরতে যে কী পরিমাণ আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে ফিরতে পেরে দারুন লাগছে। বন্ধুদের সঙ্গে খেলা ও মজা করার স্বাদ আলাদা। এটা তো জীবন।


দুসপ্তাহ আগে কপিল দেবকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। সফল অস্ত্রোপচারের পর তাঁকে কয়েদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দওয়া হয়।


হাসপাতাল থেকেই ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন কপিল। সেখানে লেখেন, তিনি সুস্থ অনুভব করছেন। সকলের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।


কপিলকে নিজের পায়ে হাঁটাচলা করতে দেখে উচ্ছ্বসীত তাঁর ভক্ত-অনুগামীরা। অনেকেই ট্যুইটারে অভিনন্দন জানান প্রাক্তন অধিনায়ককে।

















আন্তর্জাতিক ক্রিকেটকে ১৯৯৪ সালে বিদায় জানানোর পর অপেশাদার গলফেই মনোনিবেশ করেছেন কপিল। সেই ইস্তক, বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।