ইঞ্জিন চলতে শুরু করেছে, রোহিতের ছবি ট্যুইটার পোস্ট করে লিখল বিসিসিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2020 09:07 PM (IST)
রোহিত দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত সতীর্থরা। রবীন্দ্র জাডেজা সহ টি নটরাজন, যশপ্রীত বুমরা প্রত্যেককে রোহিতকে জড়িয়ে ধরেন। ছবিতে দেখা যায় কোচ রবি শাস্ত্রীকেও।
মেলবোর্ন: ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিন শেষে দলে যোগ দিলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু করলেন অনুশীলন। আশা করা যায়, আগামী ৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট খেলবেন তিনি। ওপেনার হিসেবে ফের দেখা যেতে পারে তাঁকে। রোহিত দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত সতীর্থরা। রবীন্দ্র জাডেজা সহ টি নটরাজন, যশপ্রীত বুমরা প্রত্যেককে রোহিতকে জড়িয়ে ধরেন। ছবিতে দেখা যায় কোচ রবি শাস্ত্রীকেও। রোহিতকে অভিনন্দন জানান তিনিও। এদিন তাঁর অনুশীলনে ছবি ট্যুইটারে পোস্ট করেছে বিসিসিআই। তারা লিখেছে, ইঞ্জিন চলতে শুরু করেছে। তাঁরই কিছু মুহূর্ত তুলে ধরা হল। এদিন রোহিতের অনুশীলন পর্বে দুদিনের ছুটি কাটাচ্ছেন তাঁর সতীর্থরা। আইপিএলে চোটের পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন রোহিত। আর তাই সীমিত ওভার সহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচ মিস করেছেন বছর ৩৩-এর মুম্বইকর। সতীর্থদের সঙ্গে দেখা করার আগে সিডনিতে ১৪ দিনের কোয়ারান্টিনে ছিলেন তিনি। এক সময় তাঁর ম্যাচে যোগ দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। মঙ্গলবারই দলের কোচ রবি শাস্ত্রী বলেন, মেডিক্যাল টিম দেখবে রোহিতের শারীরিক অবস্থা কেমন। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে তৃতীয় টেস্টের প্রথম একাদশে তাঁকে রাখা হবে কি না। গত ১১ ডিসেম্বর বিসিসিআই জানায়, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্রাক ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন রোহিত। শেষমেশ অস্ট্রেলিয়ার বিমান ধরেন তিনি।