কলকাতা: তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন। বাংলাদেশ সফরে তাঁকে ছাড়াই গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Cricket Team) দল। সেই রিচা ঘোষের (Richa Ghosh) সামনে এবার দ্য হান্ড্রেডের দরজা খুলে গেল।


বাংলার উইকেটকিপার ব্যাটারকে সই করাল দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল লন্ডন স্পিরিট (London Spirit)। চোট পাওয়া জর্জিয়া রেডমেইনের স্থানাভিষিক্ত হলেন রিচা। 


ভারতের কোনও পুরুষ ক্রিকেটারকে এখনও বিদেশের কোনও লিগে খেলার অনুমতি দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মহিলা ক্রিকেটারেরা নিয়মিত হান্ড্রেড এবং বিগ ব্যাশ লিগে খেলতে যেতে পারেন। তাঁদের ক্ষেত্রে বোর্ড থেকে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে রিচাই হলেন বাংলার প্রথম ক্রিকেটার, যিনি দ্য হান্ড্রেডে সুযোগ পেলেন। নিজেকে প্রমাণ করার জন্য আরও একটি মঞ্চ পেলেন শিলিগুড়ির ক্রিকেটার।


দ্য হান্ড্রেড-এ রিচার আর্থিক চুক্তি ১২,৫০০ পাউন্ডের। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৩ লক্ষ টাকা। মহিলাদের প্রিমিয়ার লিগে (WPL) রিচা ঘোষ পান ১ কোটি ৯০ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ডব্লিউপিএলে খেলেন তিনি।


দ্য হান্ড্রেড টুর্নামেন্টে তাঁর অধিনায়ক হবেন হেদার নাইট। অন্য সতীর্থদের মধ্যে থাকবেন গ্রেস হ্যারিস, অ্যামেলিয়া কের এবং সারা গ্লেন।


১৯ বছরের রিচা বাংলার প্রথম ও ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেলেন। আগামী মাসে তিনি এই টুর্নামেন্ট খেলতে যাবেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌরের সঙ্গে। মান্ধানা খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে। ট্রেন্ট রকেটসের হয়ে খেলবেন হরমনপ্রীত। রিচা খেলবেন লন্ডন স্পিরিটের হয়ে।


ইতিমধ্যেই রিচার অস্ট্রেলিয়ার মাটিতে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন।


 






 


বৃহস্পতিবার যুগান্তকারী সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ঘোষণা করেছে যে, আইসিসি ইভেন্টে পুরুষ এবং মহিলা দল এবার থেকে সমান পুরস্কার মূল্য পাবে। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনের সময়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দলগুলিকে তুলনামূলক ইভেন্টে একই ধরনের পজিশনের পাশাপাশি ম্যাচ জয়ের জন্য সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।


আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial