প্যারিস: সরকারিভাবে প্যারিস সাঁ জারমাঁয় যোগ দিয়েছেন বুধবার। সেদিনই কার্যত হুড়োহুড়ি পড়ে গেল আর্জেন্তিনার মহাতারকাকে নিয়ে।


লিওনেল মেসির প্যারিস সাঁ জারমাঁ জার্সি কিনতে প্রবল উন্মাদনা তৈরি হল। অনেকেই ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ১৬৫ ইউরো খরচ করে মেসির পিএসজি জার্সি কিনেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৪০০ টাকা।


পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলে দিয়েছে মেসির প্যারিস সাঁ জারমাঁতে আগমন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের হিসাব রাখে, এরকম একটি সংস্থা জানিয়েছে, মেসি যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র।


পিএসজিতে কিছুদিন আগেই যোগ দিয়েছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা সের্জিও র‌্যামোস। অন্যদিকে মঙ্গলবারই ফ্রান্সের এই ক্লাবে যোগ দিলেন আর্জেন্তাইন সুপারস্টারও। নতুন মরসুমে পিএসজি তাদের দল সাজাচ্ছে ঢেলে। স্ট্রাইকিং লাইনে মেসির সঙ্গে রয়েছেন নেমার ও এমবাপে। ডিফেন্সে সের্জিও র‌্যামোস। কিন্তু পিএসজিতে মেসি আসার আসছেন, এই কানাঘুষো শুরু হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে তাঁর ও র‌্যামোসের পুরনো ক্লাবের হয়ে খেলার সময়ের কিছু ছবি ও ক্লিপিংস।


এল ক্লাসিকোয় এর আগে যতবারই রিয়াল ও বার্স মুখোমুখি হয়েছে, ততবারই ২ জনের মধ্যেকার মাঠের লড়াই চোখে পড়েছে। এত বছর ধরে ২ জন প্রতিদ্বন্দ্বী থাকার পর কীভাবে এখন একসঙ্গে খেলবেন মিলেমিশে, তা নিয়ে কৌতূহল জন্মেছে সমর্থকদের মনেও।


২০১৭ সালের অগাস্ট মাসের স্প্যানিশ সুপার লিগের ফাইনালের দ্বিতীয় লেগের একটি ম্যাচের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই কীভাবে মেসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন র‌্যামোস। সেই ম্যাচে একটা সময় র‌্যামোস মেসির মাথার ওপর দিয়ে বল ছুড়ে মারেন। তাতেই ক্ষেপে গিয়ে কিছু উত্তপ্ত বাক্যবিনিময় করেন মেসি। এছাড়াও রিয়ালের বক্সে যতবার হানা দিয়েছেন, তখনই বাজেভাবে ট্যাকলও করতে দেখা গিয়েছে র‌্যামোসকে।


এবার দুজনই খেলবেন এক উদ্দেশ্য নিয়ে। পিএসজি-কে ট্রফি দেওয়ার লক্ষ্যে।