Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
২৭ বছর পর ডব্লুডব্লুই থেকে অবসর নিলেন ‘দি আন্ডারটেকার’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2017 11:40 PM (IST)
1
রেসলিংয়ের দুনিয়ায় ‘দি আন্ডারটেকার’ নামে খ্যাত মার্ক উইলিয়াম ক্যালাওয়ে ডব্লুডব্লুই-কে চিরবিদায় জানালেন। রেসেলম্যানিয়া ৩৩-এ শেষবার অংশ নিতে দেখা যায় আন্ডারটেকারকে। চলুন ফিরে দেখা যাক আন্ডারটেকারের ২৭ বছর দীর্ঘ এই বর্ণময় সফরকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
আন্ডারটেকার তিন বার ডব্লুডব্লুই-র বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জিতেছেন।
3
ডব্লুডব্লুই-তে আন্ডারটেকার এমন একজন খেলোয়াড় যিনি রেসেলম্যানিয়া ইভেন্টে টানা ২১ ম্যাচ জিতেছেন।
4
আন্ডারটেকার ওরফে ক্যালাওয়ের জন্ম ১৯৬৫ সালের ২৪ মার্চ হয়েছিল। ১৯৯০ সালে রেসলিংয়ের দুনিয়ায় পা রাখেন তিনি। সেই সময় ডব্লুডব্লুই-এর নাম ডব্লুডব্লুএফ ছিল।
5
ফোর্বস-এর পরিসংখ্যান অনুযায়ী, আন্ডারটেকারের বার্ষিক আয় প্রায় ১১০ কোটি টাকা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -