ধোনির সঙ্গে বাবা-ছেলের মতো সম্পর্ক, বলছেন শামি
Web Desk, ABP Ananda | 25 Dec 2016 03:58 PM (IST)
নয়াদিল্লি: ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর বাবা-ছেলের মতো সম্পর্ক বলে দাবি করলেন মহম্মদ শামি। তিনি বলেছেন, ‘প্রথমবার যখন ধোনির দলের ড্রেসিংরুমে ঢুকলাম, সেই মুহূর্তটার কথা মনে আছে। প্রথা অনুযায়ী, প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে কিছু বলতে হয়। আমি কিছুটা নার্ভাস ছিলাম। সম্পূর্ণ ভিন্ন পরিমন্ডলে কী বলতে হবে সেটা বুঝতে পারছিলাম না। সেই দলের বেশিরভাগ ক্রিকেটারই এসবে অভ্যস্ত ছিল। কিন্তু আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি, সেখানে এটা নতুন পরিবেশ ছিল। আমি বলেছিলাম, ইংরাজিতে কথা বলতে পারি না। তাই হিন্দিতেই বলব। দলের সবাই বলে ওঠে, এটা কোনও ব্যাপার না। সবাই যেভাবে আমাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল, সেটা খুব ভাল লেগেছিল। আর এমএস-এর সঙ্গে তো আমার বাবা-ছেলের মতো সম্পর্ক। এছাড়া আর কী বলব।’ বছর চারেক হল জাতীয় দলের হয়ে খেলছেন শামি। এর মধ্যেই পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন বাংলার এই ক্রিকেটার। চোটের জন্য অবশ্য তাঁকে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হচ্ছে। কিন্তু তাতে মানসিকভাবে ভেঙে পড়ছেন না শামি। শরীর ও মনের যোগাযোগ বাড়িয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে চাইছেন তিনি। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন বাংলার এই পেসার।